সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ১১, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে শীত

দেশের উত্তর-পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে শীত। বুধবার বেলা ১১টার পর সূর্যের মুখ দেখা গেলেও রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল প্রকৃতি। ঘনকুয়াশায় রাস্তায় আলো জ¦ালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
এদিকে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জেলার নামীদামি দোকানসহ জেলাশহরের ফুটপাতগুলোয় শীতের পোশাক কিনতে ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। সবচেয়ে বেশি বেচাকেনা হতে দেখা গেছে শিশুদের পোশাক। তবে দাম নাগালের বাইরে হওয়ায় ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে।
অন্যদিকে খোঁজ নিয়ে জানা গেছে, এই শীতে চরাঞ্চলের খেটে খাওয়া দরিদ্র মানুষ পড়েছেন বিপাকে।

About The Author

শেয়ার করুন