Last Updated on এপ্রিল ২, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে জাসদের দোয়া ও ইফতার
চাঁপাইনবাবগঞ্জে ‘সকল নিত্যপণ্যের মূল্য সহনীয় করো, সকল প্রকার সিন্ডিকেট ধ্বংস করো, বৈষম্য ও দুর্নীতি মুক্ত দেশ গড়ো, সুশাসন কায়েম করো, জাসদের পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করো’, এইসব স্লোগানকে সামনে রেখে আলোচনা ও ইফতারির আয়োজন করে জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল-জাসদ।
সোমবার নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলা জাসদ আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, নদী ভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক শফিকুল আলম ভোতা, সিপিবি নেতা অ্যাডভোকেট আবু হাসিব, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম।
জাসদ নেতৃবৃন্দের মধ্যে জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বাক্কার, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, মরহুম আব্দুল মান্নান সেন্টু স্মৃতি পরিষদের সদস্য সচিব তৌহিদুর রহমান, জেলা শ্রমিক জোটের আহ্বায়ক শাজেমান আলীসহ অন্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাসদের সহসভাপতি আব্দুল হামিদ রুনু।