Last Updated on ডিসেম্বর ১৬, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
মহান বিজয় দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা শাখা।
সোমবার (১৬ ডিসেম্বর) সাকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে জেলা জামায়াতের র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের শান্তি মোড়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহম্মদ নজরুল ইসলাম। সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর।
চাঁপাইনবাবগঞ্জবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মোহম্মদ নজরুল ইসলাম, ৭১ এর মুক্তিযুদ্বের শহীদদের জন্য দোয়া কামনা করেন এবং ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদ ছাত্র জনতার কথা স্মরণ করেন। তিনি বলেন আমরা স্বাধীন বাংলাদেশে কোনো চাঁদাবাজ ও ঘুষখোর দেখতে চাইনা, আমারা ভারতীয় কোনো দালালকে দেখতে চাইনা। তিনি আওয়ামী দোসরদের সকল গুম খুন অপরাধের বিচার দাবি করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সবুর, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান ও অধ্যাপক আবুল হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, পৌরসভা জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি আব্দুল আজিজ প্রমুখ নেতা।
গোমস্তাপুর প্রতিনিধি প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে দশটায় গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর জামায়াতের উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিপূর্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ড. মিজানুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান, পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারি মানিক রায়হান, জেলা(পূর্ব) ছাত্র শিবিরের সভাপতি মুক্তারুল ইসলাম প্রমুখ নেতা।
নাচোল প্রতিনিধি : চা্পাঁইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর অয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাচোল ডাক বাংলো থেকে বিজয় র্যালিটি শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল বাসস্ট্যান্ডের গোল চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা জামায়াতের ইআমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোবারক হোসেন, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামসহ অন্যরা। সভা শেষে মুক্তিযুদ্ধে ও ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।