চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত সভায় মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনরা অংশগ্রহণ করেন।
সদর উপজেলা পুষ্টি উন্নয়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেনÑ মনিম উদ দৌলা চৌধুরী, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, গৌরি চন্দ সীতুসহ বিশিষ্ট ব্যক্তিগণ।
এবারের প্রতিপাদ্য- ‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’।