বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে রবিবার চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। প্রতিবছর এ দিনটি নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে আসা সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ পালন করে আসলেও এবারই সরকারিভাবে সচেতনামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি শ্লোগানকে সামনে রেখে সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ আয়োজনে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, চাঁপাইনবাবগঞ্জ সওজ’র নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, নিরাপদ সড়ক চাই (নিসচার) চাঁপাইনবাবগঞ্জ সভাপতি শফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কামার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু, বিআরটিএ’র সহকারী পরিচালক স্বদেশ কুমার দাস, ট্রাফিক পরিদর্শক আতাউল আল কোরাইশী, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি এ.কে.এম লূৎফর রহমান ফিরোজ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।