চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণিল শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা এই শোভাযাত্রার আয়োজন করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ-মাহবুব-উল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম কোরাইশি মিলু, যুগ্ম সম্পাদক শেখ মো. ফরিদ সায়েম, সদস্য মো. সালামত হোসেন, মো. কামাল সুকরানা, মো. সালাহউদ্দিন রিজন, মো. আজিজুল হক, মো. হুমায়ন কবির লুকু, মো. ওয়াহেদুল ইসলাম, মো. তোফিজুর রহমান পুতুলসহ ক্রীড়া সংস্থার অন্য সদস্য ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৬ এপ্রিল আন্তর্জাতিকভাবে ‘ইন্টারন্যাশনাল ডে অব স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস’ হিসেবে উদযাপন করে আসছিল। ২০১৭ সাল থেকে এই দিনকে বাংলাদেশ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। এবারের স্লোগান হচ্ছেÑ ‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’।