বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ৭, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।
সুন্দরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেনÑ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাহেদুল আলম বিশ্বাস পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক মো. তাবিউল ইসলাম তারিফ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা যুবদলের সাবেক নেতা মজিবুর রহমান মজু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলী, ছাত্রদলের সাবেক নেতা মিম ফজলে আজিম ও আসগার আলী। সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলতাব আলী সমাবেশে সভাপতিত্ব করেন।
বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকরিয়া গ্রুপের নেতারা নবাবগঞ্জ ক্লাব চত্বরে বিকেলে আলোচনা সভার আয়োজন করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সোলায়মান বিশু, জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, গোমস্তাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সেন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা বিএনপির সদস্য সচিবের সমর্থিত গ্রুপের নেতারা শহরের শান্তিমোড় এলাকায় সমাবেশের আয়োজন করেন।
জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও যুগ্ম আহ্বায়ক হায়াত-উদ দৌলা, ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াজদানী জোয়াজ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন