রবিবার, ১৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১৬, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কৃষি দিবস উদযাপন

‘কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগান সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কৃষি দিবস-২০২৪ উদযাপন করেছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়। র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে  শনিবার দিবসটি উদ্যাপন করা হয়।
সকালে জেলাশহরের বড় ইন্দারা মোড়ের বিশ^বিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষক-শিক্ষর্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ^বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি অনুষদের কো-অর্ডিনেটর কৃষিবিদ মেহেদী হাসান সোহেলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. সাহেব আলী প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইউসুফ হোসাইন খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ধানের দেশ-গানের দেশ-পাখির দেশ। দেশের অর্থনীতি অনেকাংশে নির্ভর করে কৃষি এবং কৃষকের ওপর। কিন্তু আমাদের দেশের কৃষকরা আজ নানা সমস্যায় জর্জরিত। তাদেরকে আধুনিকায়ন করা, গ্রামে গ্রামে কৃষি সমবায় সমিতি গড়ে তোলা এবং কৃষি বীমা চালু করা এখন সময়ের দাবি।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় কৃষি দিবস কৃষকের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। সুতরাং পহেলা বৈশাখের মতো সারাদেশে জাতীয় কৃষি দিবসও উৎসবমুখর পরিবেশে পালন করা প্রয়োজন।
অনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যে কৃষককে জাতির মেরুদণ্ড এবং সব সাধকের বড় সাধক বলে উল্লেখ করেন। জাতীয় কৃষি দিবস বাঙলি জাতীয় জীবনে অনাবিল আনন্দ, সুখ-শান্তি সমৃদ্ধি বয়ে আনুক, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

About The Author

শেয়ার করুন