Last Updated on জুন ২০, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণ গেল একজনের
চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে মো. আব্দুল খালেক টিংকু (৩২) নামের একজন নিহত হয়েছেন। নিহত টিংকু জেলার সদর উপজেলার বাররসিয়া জয়নাল বিশ্বাসের টোলার মো. তফজুল হকের ছেলে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, বাররসিয়া জয়নাল বিশ্বাসের টোলার মো. তফজুল হকের ছেলেদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার (২০ জুন) বিকাল সাড়ে ৩টা থেকে ৪টার মধে আব্দুল খালেক টিংকুর সঙ্গে তার ভাই ভাতিজাদের মারামারি হয়। এতে আব্দুল খালেক আহত হলে স্বজনরা তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে জড়ি সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানান।