চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে ঘোড়দৌড় প্রতিযোগিতা

64

চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে স্থানীয়ভাবে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এলাকার মানুষ উপভোগ করছেন সেই প্রতিযোগিতা। ঘোড়ার সহিসরা বয়সে কম হলেও ঘোড়াকে নিয়ন্ত্রণে রাখতে বড়দের চেয়ে কোনো অংশেই কম নয়।
শনিবার বিকেলে জেলার সদর উপজেলার মহারাজপুর জাগৃতি সংঘের আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহারাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিপুলসংখ্যক মানুষ ঘৌড়দৌড় প্রত্যক্ষ করেন।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে সহিসদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে কিছু ব্যক্তি সৌখিনতার বসে ঘোড়াও পালছেন। এমনই বেশ বড় সাইজের কয়েকটি ঘোড়া গত ৪ মার্চ জেলাশহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে দেখা গেছে।