চাঁপাইনবাবগঞ্জে ছয়জন দুস্থ মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান হিসেবে ২ লাখ ৯০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৫ জনকে ৫০ হাজার টাকা করে এবং একজনকে ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়। জাতীয় সংসদে মহিলা আসন ৩৩৮ চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসির সুপারিশে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই বরাদ্দ পাওয়া যায়।
রবিবার সকাল ১০টায় শহরের শহিদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই চেক প্রদান করেন ফেরদৌসী ইসলাম জেসি।
এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হাজি শামসুদ্দিন বাবলু, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন উজ্জামান। সঞ্চলানা করেন অবসরপ্রাপ্ত কৃষি গবেষক ড. সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে যিনিই নৌকার মনোনয়ন পাবেন, তার জন্যই কাজ করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে নির্বাচিত করতে হবে, এজন্য বর্তমান সরকারের আমলের উন্নয়ন চিত্র মানুষের কাছে বলতে হবে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে, তা না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করেছেন তা বাস্তবায়ন করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।