চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের সদর, পৌর ও কলেজ কমিটি ঘোষণা

168

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের সদর, পৌর ও কলেজ কমিটি ঘোষণাজাতীয়তাবাদী ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জ উপজেলা শাখা, পৌর শাখা ও নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  মো. হামিদুর রহমানকে  সভাপতি ও মো. মেজর ডালিমকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিটি, মীম ফজলে আজিমকে সভাপতি ও  মো. আওয়াল আলীকে সোধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটি এবং মো. ওমর ফরুক রানাকে সভাপতি ও মো.আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ২৬ অক্টোবর জাতীয়তাবাদী ছাত্রদলের এ তিন কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।