বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ৩০, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে ছয় মাসে রেমিটেন্স এসেছে ৬৪.৩ মিলিয়ন ডলার

চাঁপাইনবাবগঞ্জের রেমিটেন্স যোদ্ধারা চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ৬ মাসে ৬৪.৩ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। শুধু জুন মাসেই রেমিটেন্স পাঠিয়েছেন ১২.৯ মিলিয়ন ডলার।
মঙ্গলবার দুপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভায় এই তথ্য তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখলাক-উজ-জামান।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় তিনি আরো জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩ হাজার ৪৯৫ জন বিদেশ গমনেচ্ছু ব্যক্তি জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে নিবন্ধন করেন। একই সময়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও মরিসাসের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য গিয়েছেন ২ হাজার ৭৯৩ জন পুরুষ ও ৬২ জন নারী। এছাড়া জুন মাসে নিবন্ধন করেন ৭৩৮ জন। বিদেশ গিয়েছেন ৬৯৮ জন পুরুষ ও ২ জন নারী। একই সময়ে ১০ জন মৃত কর্মীর পরিবারকে অনুদান ও ২ জনকে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়েছে।
মো. আখলাক-উজ-জামান আরো জানান, ২০২৩ সালে ১০ হাজার ৬৫৯ জন, ২০২২ সালে ৯ হাজার ১৮১ জন, ২০২১ সালে ৪ হাজার ২৯৪ জন ও ২০২০ সালে ১ হাজার ৮৮১ কর্মী ওইসব দেশে গিয়েছেন।
জেলা প্রশাসক ও কমিটির সভাপতি এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ অন্যরা।

About The Author

শেয়ার করুন