দৈনিক গৌড় বাংলা

চাঁপাইনবাবগঞ্জে চাল-ডাল-শাকসবজি স্থিতিশীল বেড়েছে কাঁচামরিচের দাম

চাঁপাইনবাবগঞ্জে চাল-ডাল, পেঁয়াজ, শাকবজিসহ সব ধরনের মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। তবে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, চালের দাম জিরাশাইল প্রতি কেজি ৬৫-৭০ টাকা, আটাশ ধানের চাল প্রতি কেজি ৬০-৬২ টাকা, লাল স্বর্ণা ধানের চাল ৫৪ টাকা, সাদা স্বর্ণা ৪৫ টাকা বিক্রি হচ্ছে। তিনি জানান, ডালের দাম আগের মতনই রয়েছে। মসুর ডাল ১২৫-১৩০ টাকা, মোটা মসুর ডাল ১১০-১২০ টাকা, দেশী ছোলার ডাল ১২৫ টাকা, খেসাড়ির ডাল ১০০-১১০ টাকা, মটর ডাল ১২০-১২৫ টাকা, মাসকলাইয়ের ডাল ১৯০ টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি হচ্ছে। খোলা গমের আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৮ থেকে ৪০ টাকা, প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা, বোতলজাত সয়াবিন ১৬৭ টাকা ও খোলা সয়াবিন ১৬২ টাকা লিটার এবং চিনি ১২৫ থেকে ১৩০ টাকা এবং দেশী পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে সবজি বিক্রেতা তাইফুর রহমান জানান, পেঁপে ৩৫-৪০ টাকা, কচু ৬০ টাকা, কাঁচকলা ৬০ টাকা, ঢেঁড়শ ৫০-৬০ টাকা, বেগুন ৬০ টাকা, করলা ৮০ টাকা, পটোল ২৫-৩০ টাকা, দেশী শশা ৮০ টাকা ও হাইব্রিড শশা ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫-৪০ টাকা, আলু ৫৫ টাকা থেকে ৭০ টাকা, ডাটা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কুমড়াজালি প্রতি পিস ৫০ টাকা ও লাউ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৫০ টাকায়।
এদিকে মুরগি বিক্রেতারা জানান, ব্রয়লার মুরগি ১৭০ টাকা, প্যারেন্স ২৭০-২৮০ টাকা, সাদা লিয়ার ২৮০ টাকা, সোনালি ২২০ টাকা থেকে ২৪০ টাকা ও দেশী মুরগি ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে মাংস বিক্রেতা সেলিম জানান, গরুর মাংসের মানভেদে ৬৫০ টাকা থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অপর দিকে মাছ বিক্রেতারা জানান, রুই মাছ ওজনভেদে ২৪০ টাকা থেকে ৩৮০ টাকা, কাতল মাছ ৩৬০ টাকা থেকে ৪৬০ টাকা, পাঙ্গাস ২২০ টাকা, সিলভার কার্প ২২০ টাকা, দেশী ছোট চিংড়ি ১ হাজার টাকা, চাষের চিংড়ি ৮০০ টাকা, দেশী সিং ৮০০ টাকা, পাবদা ৪০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে।

About The Author