চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মা ইলিশ সংরক্ষণের লক্ষে পদ্মা নদীতে অভিযান চালিয়েছে সদর উপজেলা মৎস্য অফিস। শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালাকালীন ৬০ হাজার টাকা মূল্যের ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত কারেন্ট জালগুলো নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা খামার ব্যবস্থাপক মো. আব্দুর রহিমের নেতৃত্বে সদর উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা অভিযানে অংশগ্রহণ করেন। সদর উপজেলা মৎস্য অফিসের ফেসবুক সূত্রে এ তথ্য জানা গেছে।