Last Updated on জুন ৮, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে চার কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে ডিবি
চাঁপাইনবাবগঞ্জে চার কেজি গাঁজা উদ্ধারসহ মো. নুরুল ইসলাম বুধু (৫৫) নামের একজনকে আটক করেছে জেলা গোয়ন্দা শাখা-ডিবি। আটক হওয়া ব্যক্তি জেলার সদর উপজেলার শিমুলতলা বালুচর এলাকার মৃত মাহাতাব মন্ডলের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার এসআই আসগর আলী জানান, শনিবার ভোর পৌনে ৫টার দিকে ডিবির একটি দল জেলাশহরের বিশ্বরোড মোড়স্থ তামান্না হোটেলের সামনে অভিযান চালায়। অভিযানে সেখান থেকে চার কেজি গাঁজাসহ মো. নুরুল ইসলাম বুধুকে আটক করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা রজু করা হয়েছে।