Last Updated on মার্চ ১৪, ২০২৫ by
চাঁপাইনবাবগঞ্জে চলছে ঈদের কেনাকাটা
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউমার্কেট, শহীদ সাটু হল মার্কেট, ক্লাব সুপার মার্কেট, পুরাতন বাজার, ডিসি মার্কেটসহ জেলার সকল বিপণি বিতানগুলোয় চলছে ঈদের কেনাকাটা। ফুটপাতের দোকানগুলোতেও ভিড় লক্ষ্য করা গেছে। মেয়েদের শাড়ি, টু-পিস, থ্রি-পিস, বোরখা, ছোটদের পোশাক, জুতা স্যান্ডেল, প্রসাধনীর দোকানগুলোতে সকাল থেকে রাত অবধি চলছে বেচাকেনা। ছবিটি শুক্রবার সকালে ক্লাব সুপার মার্কেট থেকে তোলা —গৌড় বাংলা