চাঁপাইনবাবগঞ্জে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

17

চাঁপাইনবাবগঞ্জে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সেই সাথে অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়। জাতীয় মহিলা সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের ফুড অফিস মোড়ে জেলা কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় মহিলা সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ ইয়াসমিন সুলতানা রুমা।
অনুষ্ঠানে এই প্রথম চালু হওয়া গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া কোর্সের উদ্বোধন ও ২৫ জন প্রশিক্ষণার্থীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এরপর ৬ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্ষের ২০১৮ সালের জুলাই-ডিসেম্বর ব্যাচের ৪৬ জন এবং ‘আমার ইন্টারনেট, আমার আয় প্রশিক্ষণ’ কোর্সের ৩৬ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়।
জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনা করেন, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী প্রোগ্রামার তাসরিন সুলতানা। এ সময় বক্তব্য দেন, ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা সুফিয়া খাতুন, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মোসা. রাহনাজ বন্যা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের নকশীকাঁথা ও কাটিং প্রশিক্ষণ কোর্সের ট্রেড প্রশিক্ষক সিনুরা বেগম, সহকারী ট্রেড প্রশিক্ষক মুনিরা ইসলাম, দর্জি বিজ্ঞান কোর্সের ট্রেড প্রশিক্ষক রেহেনা ইয়াসমিনসহ নবীন ও বিদায়ী প্রশিক্ষণার্থীরা।