Last Updated on জুন ৮, ২০২৫ by
চাঁপাইনবাবগঞ্জে গরিবদের মধ্যে মাংস বিতরণ করলেন জামায়াত নেতা বুলবুল
চাঁপাইনবাবগঞ্জে পৌরসভাসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরিব দুস্থদের মধ্যে কুরবানির মাংস বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। রবিবার (৮ জুন) সকালে শহরের শাহ নেয়ামাতুল্লাহ কলেজে এই কর্মসূচির আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রব্বানীর সভাপতিত্বে মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন নূরুল ইসলাম বুলবুল। জামায়াতের পক্ষ থেকে বলা হয়,
৩ হাজার ৫ শ পরিবারের মধ্যে এই মাংস বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারীসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী একটি মানবতাবাদী সংগঠন। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। জামায়াতে ইসলামী এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষ মানুষের কল্যাণ করবে, মানুষ মানুষের সুবিধা অসুবিধায় অংশগ্রহণ করবে। বুলবুল বলেন-এই সামান্য উপহার টুকু আমরা যদি আপনাদের পৌঁছে দিতাম সে টা ভালো হতো। ইনশাআল্লাহ আগামীতে আমরা চেষ্টা করবো এইধরনের উপহারগুলো আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার।
আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে সুখে দুখে আপনাদের পাশে থাকতে পারি এবং স্বপ্নের চাপাইনবাবগঞ্জ গড়তে পারি।