Last Updated on জুন ১৫, ২০২৫ by
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ : ভর্তি রোগী ৩৯ জন
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২০ জন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৫ জন মহিলা রয়েছেন।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ৩৩ জন। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ১ জন মহিলা ও ২ জন শিশুকে ছাড়পত্র দেয়া হয়েছে। আর একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে ভর্তি আছে ৩৯ জন রোগী। তাদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ৪ জন শিশু রোগী রয়েছে।
চলতি বছরের শুরু থেকে রবিবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৫৬৪ জনে।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।