Last Updated on জুলাই ১৮, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে কোটা আন্দোলন : ১২০ জনের নামে মামলা, গ্রেপ্তার ৫
চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেয়ার ঘটনায় ১২ জনের নাম উল্লখসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলাটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান। পুলিশ এই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে।
ওসি মেহেদী হাসান জানান, শহরের কয়েকটি আন্দোলনস্থলের কাছ থেকে বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে পুলিশ। নাশকতার কারণে এসব বিস্ফোরক মজুত করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর বৃহস্পতিবার আইয়ুব আলী, আলমগীর কবীর ও রাতুল হাসান নিশান নামে তিনজনকে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আরো ২ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আইয়ুব আলী জামায়াতের রুকন এবং আলমগীর কবীর ও রাতুল হাসান নিশান গণঅধিকার পরিষদের নেতা।