চাঁপাইনবাবগঞ্জে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেছেন আলোচকরা। রবিবার জেলার গোমস্তাপুর উপজেলায় এক সম্মাননা অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করা হয়।
সকালে উপজেলা পরিষদ সমম্মেলন কক্ষে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান রাখায় সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদানের আয়োজন করে প্রয়াস। এতে ৬ জন উদ্যোক্তাকে সম্মাননা দেয়া হয়।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি অব ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের ডিন প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার।
প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেইরি সায়েন্সের প্রফেসর ড. আকতারুল ইসলাম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, গোমস্তপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, গোমস্তপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। স্বাগত বক্তব্য দেনÑ প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ।
কৃষি বিষয়ে বক্তব্য দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ বিষয়ে বক্তব্য দেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, মৎস্য চাষ বিষয়ে বক্তব্য দেন মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হকসহ অন্যরা।
বক্তারা বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সরকারিভাবে ব্যাপক উন্নতি সাধন হয়েছে। পাশাপাশি বেসরকারিভাবে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি যে এই তিন বিষয়ে কাজ করছে তাতে এ জেলার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। তারা এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন সংস্থাটির প্রশংসা করেন।
অনুষ্ঠানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের অন্তর্ভুক্ত ২ জন করে মোট ৬ জন সফল উদ্যোক্তাকে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।
সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি খাতে ট্রাইকো কম্পোস্ট উৎপাদন ও বাজারজাতকরণে সফল উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন সোনাইচন্ডী গ্রামের মো. আতাউর রহমান, মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন বেবি তরমুজ উৎপাদনে সফল উদ্যোক্তা হয়েছেন গোমস্তাপুর উপজেলার দলদলি গ্রামের মো. খাইরুল ইসলাম। মৎস্য খাতে কার্প ফ্যাটেনিং পদ্ধতিতে মাছ চাষে সফল উদ্যোক্তা হয়েছেন বহিপাড়া গ্রামের মুকুল হোসাইন, পোনা চাষে সফল উদ্যোক্তা পীড়াসন গ্রামের রুহুল আমিন। প্রাণিসম্পদ খাতে খাসি মোটাতাজাকরণে সফল উদ্যোক্তা ফতেপুর গ্রামের বাবুল আকতার ও পোল্ট্রি পালন (কালার ব্রয়লার, সোনালি, ব্রয়লার) সফল উদ্যোক্তা ফতেপুর গ্রামের দেলোয়ার হোসেন।