রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব, চাঁপাইনবাবগঞ্জ জোনের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের জেনারেল ম্যানেজার আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন জেনারেল ম্যানেজার (প্রশাসন) আব্দুল লতিফ। এতে সভাপতিত্ব করেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাকাব জোনের ম্যানেজার আতাউর রহমান। প্রতিযোহিতায় এই জোনের অধিন এই ব্যাংকের জোনাল অফিসসহ শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।