চাঁপাইনববাগঞ্জ পৌরসভা গেট সংলগ্ন সিটি প্লাজা মার্কেটের সামনে রাস্তার ওপর থেকে কিশোর গ্যাংয়ের ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শুক্রবার রাতে কিশোর গ্যাং বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে চাঁপাইনববাগঞ্জ পৌরসভা গেট সংলগ্ন সিটি প্লাজা মার্কেটের এ ব্যাপারে সদর থানায় মামলা মামলা দায়ের করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্লাস্টিকের হাতলযুক্ত ৩টি ক্ষুর, ৫০ গ্রাম গাঁজা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।