নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আরো একজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তার বয়স ২৬ বছর। তিনি নাচোল উপজেলার এক স্বাস্থ্য কর্মীর ছেলে। তিনি ঢাকা থেকে জ্বর, গলা ব্যথাসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাড়ি এসে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আজ মঙ্গলবার (৯ জুন) শুধুমাত্র এই একটি রিপোর্টই পাওয়া গেছে। এ নিয়ে জেলায় শুরু থেকে এখন পর্যন্ত সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো ৫৮ জন। এরমধ্যে সদরের ২৪, শিগঞ্জের ১১, গোমস্তাপুরের ৮, নাচোলের ১১ জন এবং ভোলাহাট উপজেলার ৪ জন। মঙ্গলবার (৯ জুন পর্যন্ত) পর্যায়ক্রমে সুস্থ হয়েছেন ৪২ জন। এই ৪২ জনের মধ্যে সদরের ২৪, শিবগঞ্জের ২, গোমস্তাপুরে ৫, নাচোলের ৭ এবং ভোলাহাট উপজেলার ৪ জন।
বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২ জন।
গত সোমবার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় পর্যায়ক্রমে ২ হাজার ০৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে সদর উপজেলায় ৭৬১, শিবগঞ্জ থেকে ৪৭০, গোমস্তাপুর থেকে ৩৯৭, নাচোল উপজেলায় ৪৩৫ ও ভোলাহাট উপজেলা থেকে ৩৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়।
অপর দিকে অদ্যাবধি নমুনা পরীক্ষার নেগেটিভ ফলাফল পাওয়া গেছে ২ হাজার ৫ জনের। এর মধ্যে সদর উপজেলায় ৬১৮, শিবগঞ্জের ৪১৫, গোমস্তাপুরের ৩২৮, নাচোল উপজেলার ৩৮৫ ও ভোলাহাট উপজেলার ২৫৯ জনের নেগেটিভ ফলাফল পাওয়া গেছে। মঙ্গলবার রাতে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এইসব তথ্য নিশ্চিত করেছেন।