চাঁপাইনবাবগঞ্জে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

67

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে করোনায় বিভিন্ন ক্যাটাগরির কর্মহীন ৮০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) এই ত্রাণ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ লিটার তেল ১ লিটার।
উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন জানান, বেসরকারি সংস্থার আশা হতে প্রাপ্ত এই খাদ্য সামগ্রী করোনার প্রাতুর্ভবাবে বিভিন্ন খ্যাটাগরির কর্মহীন ৮০ জন মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

এ-সম্যয় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার উপস্থিত ছিলেন।

ভোলাহাট প্রতিনিধি : করোনায় কর্মহীন দরিদ্র মানুষদের জন্য ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারে নিকট ত্রাণ সমগ্রী হস্তান্তর করলো এনজিও সংস্থা আশা। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার সময় উপজেলা নিবার্হী অফিসার রাজিবুল আলমের কাছে তার কার্যালয়ের সামনে ২শ মানুষের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তর কারা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল।
এসময় উপস্থিত ছিলেন, নিবার্হী ম্যাজিস্ট্রেষ্ট এসএম আশিস মমতাজ, আশা’র ভোলাহাট অঞ্চলের আর.এম গোলাব হোসেন, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির, আরএম চাঁপাইনবাবগঞ্জ সদর কুরবান আলী, ভোলাহাট ব্রাঞ্চের সহকারি ম্যানেজার বিএম সেরাজুল ইসলাম, ভোলাহাট ব্রাঞ্চের সিনিয়র সহকারি ম্যানেজার কাবিরুল ইসলাম, সিনিয়র ঋণ অফিসার আমিনুল ইসলাম, পোল্লাডাঙ্গা ব্রাঞ্চের সিনিয়র অফিসার বাশির উদ্দিনসহ অন্যনারা।