চাঁপাইনবাবগঞ্জে করোনায় সাবেক কাউন্সিলরের মৃত্যু

140

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য আকতার কবির (তবু বিশ্বাস) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাহিদ ইসলাম মুন জানান, গত ২৮ জুলাই আকতার কবিরের নমুনা সংগ্রহ করা হয়। ২৯ জুলাই তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসতপালের করোনা ইউনিটে ভর্তি হন। গত ৩ আগস্ট তার পজিটিভ রিপোর্ট আসে। তার অবস্থার অবনতি হলে আজ শনিবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়; কিন্তু পথেই তার মৃত্যু হয়।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আকতার কবিরের মৃত্যুতে ডায়াবেটিক সমিতির সভাপতি আলহাজ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, পরিচালক ডা. দুররুল হোদা গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।