চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
করোনা ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. আহনাফ শাহরিয়ার জানান, জেলার গোমস্তাপুর উপজেলার কালুমুদ্দিন (৬৮) নামের এক ব্যক্তি ২৭ জুলাই সকালে ভর্তি হন এবং বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন। তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যান।