Last Updated on জুন ২৮, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে কমেছে দেশী মুরগির দাম
চাঁপাইনবাবগঞ্জের বাজারে কমেছে দেশী মুরগির দাম। সেই সঙ্গে কাঁচামরিচের ঝাঁঝও কমেছে। তবে আলুর দাম বাড়তি। অন্যান্য পণ্যের দাম গত কয়েক সপ্তাহের মতনই রয়েছে। শুক্রবার জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে এমনটাই জানা গেছে।
মুদি দোকনদার আব্দুর রহমান বাবু জানান, ডিম প্রতি এক হালি ৫০ টাকা। অন্যদিকে চালের মধ্যে সাদা স্বর্ণা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫ টাকা, লাল স্বর্ণা ৫০-৫২ টাকা, জিরাসাইল ৬০-৬৫ টাকা, আটাশ চাল ৫৫-৫৮ টাকা, আতপ চাল ১২০-১২৫ টাকা, বাঁশমতি ৮০-৯০ টাকা, মসুর ডাল ১২৫-১৩০ টাকা, মোটা মসুর ডাল ১২০-১২৫ টাকা, দেশী ছোলার ডাল ১২৫ টাকা, খেসাড়ির ডাল ৯০-৯০ টাকা, মটর ডাল ১২০-১২৫ টাকা, মাসকলাইয়ের ডাল ১৯০ থেকে ২৪০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। খোলা গমের আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৮ থেকে ৪০ টাকা, প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৪৬-৫০ টাকা, বোতলজাত সয়াবিন ১৬৭ টাকা, খোলা সয়াবিন ১৬২ টাকা, চিনি ১২৫ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে মাছ বিক্রেতারা জানান, আকারভেদে রুই মাছ ২৫০-৪০০ টাকা, ছোট-বড় ট্যাংরা ১ হাজার ২০০ টাকা, বড় চিংড়ি ২ হাজার টাকা, একেবারে ছোটগুলোও ৮০০-৯০০ টাকা, কাতল ৩৬০-৫৬০ টাকা, আইড় ১ হাজার টাকা, বাচা ১ হাজার ২০০ টাকা, ইলিশ ওজনভেদে ১ হাজার ৬০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা, কাতল ৩৫০-৩৫০ টাকা, সিলভার কার্প বড় ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে সবজি বিক্রেতা আব্দুর রশিদ জানান, বেগুন ৫০ টাকা, পটোল ১৫-২০ টাকা, কাঁচকলা ৫০ টাকা, পেঁপে ৫০ টাকা, করলা ৮০ টাকা, কচু ৮০ টাকা, আলু ৬০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, ডাটা ৩০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, কেজি দরে বিক্রি হচ্ছে। আর লাউ ও কুমড়া বিক্রি হচ্ছে প্রতি পিস ৪০-৫০ টাকা করে।
মুরগি বিক্রেতা শরিফুল ইসলাম জানান, দেশী মুরগি দাম কমে বিক্রি হচ্ছে ৪১০-৪২০ টাকা, ব্রয়লার ১৬০-১৭০ টাকা, লাল লেয়ার ৩৩০-৩৪০ টাকা, প্যারেন্স ৩৪০-৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।