বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ২৮, ২০২৫ by

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে আহত, একজন আটক

 

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও হামলায় বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহত চেয়ারম্যান হারুণ-অর-রশিদ হারুণকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব নামের একজনকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বারঘরিয়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান হারুণ-অর-রশিদ বারঘরিয়া বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ সেখানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কয়েকজন আহত হন। এসময় চেয়ারম্যান হারুণকে বেধড়ক পিটিয়ে ছেড়ে দেয়। এতে হারুণের হাত ভেঙে যায়। আহতদের প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চেয়ারম্যান হারুণকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনোয়ার মাহমুদ জানান, হারুণ-অর-রশিদের হাত ভেঙে গেছে। গুরুত্ব বিবেচনা করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন— বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বারঘরিয়া বাজারে রাকিবের নেতৃত্বে ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে অংশ নেয় রাকিবসহ ১০-১২ জনের একটি দল। এসময় তারা চেয়ারম্যান হারুণ-অর-রশিদকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি আরো জানান, এ ঘটনায় আলী হাসান আশিক নামে বাজার কমিটির এক সদস্য বাদী হয়ে সদর থানায় বৃহস্পতিবার রাতেই একটি মামলা দায়ের করেন। মামলায় আব্দুর রাকিব, মোহাম্মদ আলী গোদা, সাকিব ওরফে সাকিব টুকাই ও নাসির উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। মামলার ৩নং আসামি সাকিবকে রাতেই আটক করা হয়েছে। অন্যদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। আটক সাকিব টুকাই (২৮) পেয়ারা বাগানের মো. জব্বার ওরফে শাহজাহান আলীর ছেলে।
এদিকে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের বারঘরিয়া বাজারে হঠাৎ ৬-৭টি ককটেল বিস্ফোরণ হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে। মহাসড়কের যানবাহনগুলো দ্রুত সরে যায়।

About The Author

শেয়ার করুন