চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩৪১ পরীক্ষার্থী প্রথম দিনে অনুপস্থিত

16

সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও রবিবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠত হয়েছে। এবার জেলায় মোট নিয়মিত পরীক্ষার্থী ছিলেন ১৮ হাজার ৭৪৫ জন, পরীক্ষায় অংশ নিয়েছেন ১৮ হাজার ৪০৪ জন এবং অনুপস্থিত ছিলেন ৩৪১ জন পরীক্ষার্থী।
পরীক্ষা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা থেকে জানা গেছে, দাখিল বিভাগের পরীক্ষার্থী ছিল ২৯৪৪ জন, পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৭৮৬ জন এবং অনুপস্থিত ১৫৮ জন। অন্যদিকে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ১৩০৭ জন। তাদের মধ্যে পরীক্ষা দিয়েছেন ১২৮১ জন এবং অনুপস্থিত ছিলেন ২৬ জন। অপরদিকে এসএসসি সাধারণ বিভাগে পরীক্ষার্থী ছিলেন ১৪ হাজার ৪৯৪ জন, উপস্থিত ছিলেন অর্থাৎ পরীক্ষা দিয়েছেন ১৪ হাজার ৩৩৭ জন এবং অনুপস্থিত ছিলেন ১৫৭ জন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন।