চাঁপাইনবাবগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাদের সংবর্ধনা দেয়া হয়। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফরম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো। অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
সকাল আটটা থেকেই শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। কৃতী শিক্ষার্থীরা সংবর্ধনার জন্য আবেদন করা ই-আমন্ত্রণ পত্র নিয়ে মাঠে উপস্থিত হন। এরপর লাইন ধরে বুথে গিয়ে তাদের সনদপত্র, সম্মাননা ক্রেস্ট বুঝে নেন। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে শিক্ষার্থীসহ শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের সঙ্গে আগত পরিবারের সদস্যরাও।
চাঁপাইনবাবগঞ্জে বন্ধুসভার সভাপতি সাঈদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। এতে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক, রাজশাহীতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহাম্মদ আজাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত উপপরিচালক আব্দুস সালাম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মুর্শেদ, নিরাপদ সড়ক চাই, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি শফিকুল আলম, জাগো নারী বহ্নিশিখার সভাপতি ফারুকা বেগম, অদম্য মেধাবী শহিদুল আলম, কৃতী শিক্ষার্থী তাসমিনা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার অর্থ সম্পাদক আলী উজ্জামান নূর ও সহসভাপতি আরাফাত মিলেনিয়াম।
অনুষ্ঠানে নাচ পরিবেশন করে বন্ধুসভা বন্ধুরা ও বাবুডাইং আলোর পাঠশালার কোল ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীরা।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ভাষার মাসে আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠান। মাতৃভাষা ও মাতৃভূমিকে আমাদের মাথার উপরে স্থান দিতে হবে। মনে রাখতে হবে ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের। তোমাদের হাত ধরে এগিয়ে যাবে মাতৃভাষা বাংলা ভাষা ও মাতৃভূমি বাংলাদেশ।