Last Updated on জুন ১৯, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে এরসএসসি ১৯৮৬ ব্যাচের বন্ধুদের ঈদ পুনর্মিলনী ও বন্ধু আড্ডা
চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ১৯৮৬ ব্যাচের বন্ধুদের ঈদ পুনর্মিলনী ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুন) বেলা ১১ টায় জেলা শহরের শাহ নেয়ামতুল্লাহ ডিগ্রি কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘১৯৮৬ ব্যাচ এসএসসি বাংলাদেশ’এর আয়োজনে শুরুতেই রেজিস্ট্রেশন করেন আগত বন্ধুরা। পরে একটি র্যালি বিশ্বরোড মোড় ঘুরে এসে অনুষ্ঠানস্থলে পরিচিতি পর্বে মিলিত হয়। পরিচিতি পর্বের আগে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত, ১৯৮৬ ব্যাচ এসএসসি বাংলাদেশ থিম সং পরিবেশিত হয়। পরে ১৯৮৬ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের পরিচয় পর্ব শেষে সেখানে বর্তমান সময় ও অতীত স্মৃতিচারণ করেন তারা। স্মৃতিচারণ পর্ব শেষে উন্মুক্ত আলোচনা অনুুষ্ঠিত হয়। এসময় ১৯৮৬ সালের এসএসসি ব্যাচের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদ গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮৬ ব্যাচের জেলা কমিটির সভাপতি মেহেদুল ইসলাম। এতে আরো বক্তব্য দেন, কমিটির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইকবাল, রাজশাহী জেলা সভাপতি আব্দুল মালেক, ঢাকা ৮৬ এর বন্ধু খলিলুর রহমান, ড. মেসবাউল আলম বাবু, ড. হাজেরা খাতুনসহ ১২০ জন বন্ধু অংশগ্রহণ করেন। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হয় এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।