চাঁপাইনবাবগঞ্জে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

15

‘সময়ের সাথে, আগামীর পথে’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা দেশের স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।
গত সোমবার এনটিভি ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ করে। ওই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কর্মসূচি পালন করতে না পারায় মঙ্গলবার কর্মসূচি পালন করা হয়।
বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জে এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। আলোচনা সভা সঞ্চালনা করেন সাংবাদিক জহুরুল ইসলাম।
এতে শিক্ষক, সংগঠক, সাংবাদিকসহ শিক্ষার্থীরা অংশ নেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এর আগে সরকারি কলেজ চত্বরে একটি কাঠবাদাম বৃক্ষের চারা রোপণ করেন অতিথিরা।