শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২১, ২০২৫ by

চাঁপাইনবাবগঞ্জে একাত্তর টিভির জন্মদিন উদযাপন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একাত্তর টিভির বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। ১৩ বছর শেষ করে ১৪ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার দুপুরে শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলের সভাপতিত্বে একাত্তর টিভিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য দেন— শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজাহার আলী। সূচনা বক্তব্য দেন— একাত্তর টিভির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এ কে এস রোকন।
অতিথি হিসেবে বক্তব্য দেন— উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকায় নিহত তারিকের পিতা মো. আসাদুল হক, শিশু পুনর্বাসন কেন্দ্রের ইন্সট্রাক্টর শাহজাহান আলী, পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, সহসভাপতি শওকত আলী, কোয়াব’র জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সদস্য মাসুম বাবু বাঙ্গালী, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আরিফ উদ্দিন ইতি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে শ্রী কমল কুমার ত্রিদেবী, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন, জামায়াত ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার সহ-সেক্রেটারি দুরুল হোদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইমুম সাদাব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর জুয়েল, চ্যানেল এস’র প্রতিনিধি মিজানুর রহমান, সবুজ নগরের প্রতিনিধি আব্দুল বাতেন, সুশাসনের জন্য নাগরিক-সুজনের শিবগঞ্জ পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন, বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ শাখার সভাপতি সেতাউর রহমানসহ আরো অনেকে।
এদিকে সকালে অনুষ্ঠান স্থলে একাত্তর টিভির জেলা প্রতিনিধি এ কে এস রোকন ও ক্যামেরাপার্সন আসাদুল্লাহ সনিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় উপস্থিত সকলে।
এ সময় শহীদ তারিকের বাবাকে ফুল দিয়ে বরণ করে নেয়ার পর তার হাতে একাত্তর টিভির পক্ষ থেকে উপহার তুলে দেন এ কে এস রোকন।
পরে একাত্তর টিভির সমৃদ্ধি ও উত্তরোত্তর মঙ্গল কামনা করে শিশু পুনর্বাসন কেন্দ্রের ছিন্নমূল শিশুদের নিয়ে কেক কাটেন অতিথিরা।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

About The Author

শেয়ার করুন