Last Updated on এপ্রিল ৬, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে ঈদে নাড়ির টানে ঘরে ফিরছেন মানুষ
ঈদের ছুটিতে নাড়ির টানে আপনজনদের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ।
দেশের নানা প্রান্ত থেকে চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতরের ছুটি পেয়েই তারা ফিরতে শুরু করেছেন।
শনিবার খুব সকাল থেকেই শহরের বিশ্বরোড মোড়ে দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাকযোগে ফিরতে দেখা গেছে বিভিন্ন পেশার মানুষদের।
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের বিশ্বরোড মোড় থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত সড়কে যানবাহন থেকে নেমে জেলার বিভিন্ন উপজেলায় সিএনজি ও অটোরিকশা করে ছুটছেন তারা। এসব যাত্রীদের অধিকাংশই শ্রমজীবী মানুষ। এসব যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, এবার ঈদ যাত্রায় মহাসড়কে তেমন একটা যানজট না থাকায় অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরছেন ঈদে ঘরমুখো মানুষ।
ছবিতে সকাল ৯টায় শহরের জেল রোডের সামনে ট্রাক থেকে নামছে কিছু শ্রমজীবী মানুষ।