Last Updated on জুন ১৬, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে পাঁচপাঁচ শতাধিক দরিদ্র মানুষ পেলেন ঈদ উপহার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এরফান গ্রুপের উদ্যোগে পাঁচ শতাধিক দরিদ্র মানুষের মধ্যে নগদ টাকা ও আতপ চাল বিতরণ করা হয়েছে। তাদের প্রত্যেকের মাঝে নগদ ৫০০ টাকা ১ কেজি করে আতপ চাল বিতরণ করা হয়।
রবিবার (১৬ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কল্যাণপুরে এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলীর বাসভবন এলাকায় এসব বিতরণ করেন এরফান গ্রপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন এরফান গ্রপের কৃষি বিভাগের প্রধান নাসরুম মিনাল্লাহ বাচ্চুসহ এরফান গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিতরণ পূর্বে এরফান গ্রপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী অসুস্থ হয়ে সিঙ্গাপুরের চিকিৎসাধীন থাকায় তার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন এরফান গ্রুপ জামে মসজিদের ইমাম কামরুল হাসান।
বিতরণকালে জানানো হয়, এই প্রতিষ্ঠানটির দীর্ঘদিন থেকেই জেলার অসহায় দুস্থ মানুষের জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে এরফান গ্রুপ। প্রতিবছর ঈদুল ফিতর, ঈদুল আযহা, যেকোন দুর্যোগ মোকাবেলায় সহায়তা ও করোনাকালীন এরফান গ্রুপ জেলার অসহায়-দরিদ্র মানুুষের পাশে সর্বাধিক খাদ্য সামগ্রী বিতরণ করেন।