নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার লালাপাড়া মোড় এলাকা হতে ৭৪৮ পিস ইয়াবা, ১টি মোটর সাইকেলসহ মো. মোমিন আলী ওরফে নয়ন (২৭)নামের ১জনকে গ্রেপ্তার করেছেন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার হওয়া নয়ন জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর ঘোনটলার আব্দুস সালামের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৬টার দিকে চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে লালাপাড়া মোড় এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চলা এই অভিযানে ৭৪৮ পিস ইয়াবা, ১টি মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী মো. মোমিন আলী ওরফে নয়নকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।