চাঁপাইনবাবগঞ্জে ৪৪০পিস ইয়াবাসহ মো. মানিক (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার মানিক সদর উপজেলার কালিগঞ্জ তেতুলতলা মোড় এলাকার সোহরাব আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মো. সহিদার রহমানের নেতৃত্বে শুক্রবার রাতে জেলার সদর উপজেলার কালিগঞ্জ গ্রামের তেতুলতলামোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৪০ পিস ইয়াবা, ১ টি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ৬৯৭ টাকাসহ মানিককে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।