চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংকের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

50

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংকের পল্লী উ্ন্নয়ন প্রকল্পের আওতায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত ওই ক্যাম্পে ১৭০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখা অফিসে এক্যাম্পের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক রাজশাহী জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড কাউছার উল আলম।
চাঁপাইনবাবগঞ্জ শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. আখতার হোসেনের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মো. ওমর আলী, সহকারী প্রকল্প কর্মকর্তা আবুল কালামসহ ফিল্ডঅফিসারগণ। চিকিৎসা প্রদান করেন, ডা. মো. আবদুল্লাহ আল মাহফুজ ও ডা. দিলরুবা ইয়াসমিন ডালিয়া।