চাঁপাইনবাবগঞ্জে ইলিশ মাছ ও আদার দাম বেড়েই চলেছে। বাজারে প্রভাব পড়েনি সরকার নির্ধারিত আলুর দামে। অন্যান্য মাছ, মুরগি এবং গরু ও ছাগলের মাংসসহ সবজির দাম গত সপ্তাহের মতোই রয়েছে। তবে কিছুটা কমেছে গমের আটা ও মোটা চালের দাম।
নিউ মার্কেটের মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, প্রতিকেজি সাদা স্বর্ণা ৪২-৪৩ টাকা, সরবরাহ কম থাকায় লাল স্বর্ণা ৫০ টাকা, ২৮ চাল ৪৮-৫২টাকা যা গত সপ্তাহে ছিল ৫২-৫৫ টাকা, জিরাসাইল ৬০-৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে মশুর ডাল ১১০-১৩০ টাকা, মটর ডাল ১০০ টাকা, ছোলা ডাল ১১০ টাকা এবং মুগ ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০-১৪০টাকা দরে।
তিনি আরো জানান, প্যাকেট আটা প্রতি কেজি ৫৫ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৪৮ টাকা থেকে ৫০ টাকা, খোলা আটা ৪২-৪৫ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা, চিনি ১২৮-১৩০ টাকা, লবণ ৩৮-৪০ টাকা, দেশী পেঁয়াজ ৮০ টাকা থেকে ৯০ টাকা, ভারতীয়টা ৪৫ থেকে ৫০ টাকা, আদার দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৬৫ টাকা, গত সপ্তাহে ছিল ২২০ টাকা, জিরা সাড়ে ১১শ টাকা থেকে ১২শ টাকা, বোতল জাত সয়াবিন তেল ১৭৫ টাকা লিটার হিসেবে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৪৮ টাকায়।
এদিকে সরকারিভাবে বেঁধে দেয়ার পরও আলুর দামে কোনো প্রভাব পড়েনি। দেশি আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা থেকে ৬৫ টাকা ও হল্যান্ড আলু ৪৪-৪৫ টাকা। কচুর দামও চড়া। প্রতি কেজি কচু বিক্রি হচ্ছে ৭০ টাকায়। শুক্রবার সকাল ১১টার দিকে জেলা শহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে জানা গেছে।
সবজি বিক্রিতা আব্দুল খালেক ও ফারুক আলী জানান, পটল প্রতি কেজি ৩০-৩৫ টাকা, ঢ্যাঁড়স ৫৫-৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ৮০ টাকা ও লাউ ও কুমড়া প্রতিটি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এ ছাড়া শীতের সবজি হিসেবে পরিচিত ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা, পাতাকপি ৬০ টাকা, সিম ২০০ টাকা দরে। এছাড়া সবধরনের শাকের দাম মোটামুটি অপরিবর্তিত রয়েছে। প্রতি মুঠো লাল শাক বিক্রি হচ্ছে ১০টায়।
অন্যদিকে মাছ বিক্রেতা জুলমত আলী জানান, ইলিশ প্রতি কেজিতে ১শ টাকা কের বেড়েছে। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১ হাজার ৫শ টাকায়, ১ কেজি ২শ গ্রাম ওজনেরগুলো ১ হাজার ৬শ টাকা ও দেড় কেজি ওজনেরগুলো বিক্রি হচ্ছে ১ হাজার ৮শ টাকা প্রতিকেজি। অন্যান্য মাছের দাম মোটামুটি অপরিবর্তিত রয়েছে।
এদিকে মুরগিবাজারে কামরুল ইসলাম জানান, দেশি মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪২০-৪৩০ টাকা, সোনালী ২৮০ টাকা, সাদা লিয়ার ২৮০ টাকা, লাল লিয়ার ৩০০ টাকা থেকে ৩২০ টাকা, প্যারেন্স ২৯০ টাকা থেকে ৩০০ টাকা দরে।
অন্যদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা এবং ছাগলের মাংস ১ হাজার টাকা প্রতিকেজি দরে।