চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে ৩৯টি সংরক্ষিত আসনে এবং ১১৭টি সাধারণ আসনে ১৫৬ জন। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তারা নির্বাচিত হন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বালিয়াডাঙ্গা, গোবরাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ খান জানান, বালিয়াডাঙ্গা ইউনিয়নে ১ নং সংরক্ষিত আসনে নির্বাচিত হেেয়ছেন শাহনাজ বেগম, ২ আসনে ফুলন নেসা ও ৩ আসনে সায়েমা খাতুন। এ ছাড়া সাধারণ আসনে নির্বাচিত হয়েছেন, যথাক্রমে লক্ষণ ঘোষ, ফজলে রাব্বি, মোশারফ হোসেন, রবিউল আওয়াল, রাজ্জাক, আব্দুল মতিন, আনোয়ারুল ইসলাম, নরুল ইসলাম ও সালেহ আল হাম্মাদ। তিনি জানান গোবরাতলা ইউনিয়নে সংরক্ষিত ১ আসনে শকিতারা বেগম, ২ আসনে মুক্তারা বেগম ও ৩ আসনে মনেফা বেগম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ ওয়ার্ড সদস্য পদে যথাক্রমে মশিউর রহমান, নূরুল আমিন, মমিনুল ইসলাম, ইউসুফ আলী, সফিকুল ইসলাম মিন্টু, গোলাম রাব্বানী, তৈমুর রহমান, তরিকুল ইসলাম ও তাশেম আলী।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বারঘরিয়া ইউনিয়নে সংরক্ষিত ১ আসনে জেসমিন খাতুন, মোসলেমা বেগম ও সুফিয়া নির্বাচিত হয়েছেন। সাধারণ আসনে যথাক্রমে আব্দুল্লাহ, আল আমিন, শরিফুল ইসলাম, রঞ্জু খান, হজরত আলী, সিরাজুল ইসলাম, জিয়াউর রহমান, আব্দুল লতিফ ও সেমাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তিনি জানান, মহারাজপুর ইউনিয়নে সংরক্ষিত ১ আসনে মিলি বেগম, ২ আসনে সুফিয়া বেগম, ও ৩ আসনে সুফিয়া বেগম, সাধারণ ১ আসনে লিটন আলী, ২আসনে ফিরোজ আহমেদ, ৩ আসনে আফজাল হোসেন, ৪ আসনে একরামুল হক, ৫ আসনে রুবেল আলী, ৬ আসনে ইসরাফিল হক, ৭ আসনে সেমাজুল হক, ৮ আসনে জলিল উদ্দিন জালাল ও ৯ আসনে আব্দুল কালাম নির্বাচিত হয়েছেন। অপর দিকে রাণীহাটি ইউনিয়নে সংরক্ষিত ১ আসনে জুলেখা বেগম, ২ আসনে মোসা.লিপি, ৩ আসনে ইয়াসমিন নিবৃাচিত হয়েছেন। সাধারণ ১ আসনে নির্বাচিত হয়েছেন ইদ্রিশ আলী, ২ আসনে বজলুর রহমান, ৩ আসনে সায়েম আলী, ৪ আসনে নূরুল ইসলাম, ৫ আসনে আব্দুল লতিফ, ৬ আসনে নজরুল ইসলাম, ৭ আসনে নাসিম উদ্দিন, ৮ আসনে শরিফুল ইসলাম এবং ৯ নং আসনে এমদাদুল হক। সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ড. এম আজিজুর রহমানের দপ্তর জানায়, চরবাগডাঙ্গা ইউনিয়নে সংরক্ষিত ১ আসনে রোকেয়া বেগম, ২ আসনে শাহীন আকতার ও ৩ আসনে শিউলি খাতুন এবং সাধারণ ১ আসনে জামাল উদ্দিন, ২ আসনে রফিকুল ইসলাম, ৩ আসনে জামাল উদ্দিন, ৪ আসনে নাদিম আলী, ৫ আসনে ইব্রাহিম, ৬ আসনে আনিসুর রহমান, ৭ আসনে আশরাফুল , ৮ আসনে হোসেন আলী ঝাঁটু, ও ৯ নং আসনে কামরুজ্জামান টুটুল নির্বাচিত হয়েছেন। এ ছাড়া শাহজাহানপুর ইউনিয়নে সংরক্ষি ১ আসনে শেফালী খাতুন, ২ আসনে আয়েশা ও ৩ আসনে মোসা. হীরা এবং সাধারণ ১ আসনে ফিরোজ আলী, ২ আসনে জমসেদ আলী, ৩ আসনে নজরুল ইসলাম, ৪ আসনে মো. শীষ মোহাম্মদ, ৫ আসনে মনিরুল ইসলাম, ৬ আসনে নেজামুল হক, ৭ আসনে মঞ্জুর হোসেন, ৮ আসনে আবুল কাশেম এবং ৯ আসনে খাইরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সদর উপজেলা পরিবারপরিকল্পনা কর্মকর্তা ও রিটার্নিং কমকর্তা আব্দুর রাজ্জাক জানান, চরঅনুপনগর ইউনিয়নে সংরক্ষিত ১ আসনে ফাহিমা খাতুন, ২ আসনে ফিরোজা পারভিন, ৩ আসনে মরিয়াম নেসা এবং সাধারণ ১ আসনে তরিকুল ইসলাম, ২ আসনে আব্দুর রশিদ, ৩ আসনে ফুরশেদ আলী, ৪ আসনে আব্দুল মালেক, ৫ আসনে আব্দুল লতিফ, ৬ আসনে সাইদুর রহমান, ৭ আসনে আব্দুল খালেক, ৮ আসনে আব্দুল মালেক ও ৯ আসনে আব্দুল খালেক নির্বাচিত হয়েছেন। তিনি জানান, ঝিলিম ইউনিয়নে সংরক্ষিত ১ আসনে মোসা. পারভিন, ২ আসনে রেহেনা বেগম, ৩ আসনে তাসলিমা বেগম ও সাধারণ ১ আসনে মোয়াজ্জেম হোসেন, ২ আসনে ফিরোজ আলী, ৩ আসনে রবিউল ইসলাম, ৪ আসনে আনোয়ারুল ইসলাম, ৫ আসনে মো. ধনি, ৬ আসনে আব্দুল ওয়াহাব, ৭ আসনে মাইনুল ইসলাম, ৮ আসনে মনিরুল ইসলাম এবং ৯ নং আসনে রাশেদুল হক নির্বাচিত হয়েছেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ড. এম আজিজুর রহমানের দপ্তর সুত্র জানায়, নারায়নপুর ইউনিয়নে সংরক্ষিত ১ আসনে শকতারা বেগম, ২ আসনে শাহানারা খাতুন, ৩ আসনে নাসিমা বেগম নির্বাচিত হয়েছেন। সাধারণ ১ আসনে নির্বাচিত হয়েছেন লিয়াকত আলী, ২ আসনে বাহার উদ্দিন, ৩ আসনে একরামুল হক, ৪ আসনে আব্দুল আলিম, ৫ আসনে মমিন শরিফ, ৬ আসনে হুমায়ুন কবির, ৭ আসনে মো. মোস্তফা, ৮ আসনে আব্দুস সালাম ও ৯ আসনে আজিজুর রহমান। অপর দিকে সুন্দরপুর ইউনিয়নে সংরক্ষিত ১ আসনে তহমিনা বেগম, ২ আসনে মার্জিনা বেগম ও ৩ আসনে সায়েরা খাতুন নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ ১ আসনে নির্বাচিত হয়েছেন আকতারুল ইসলাম, ২ আসনে মনিরুজ্জামান, ৩ আসনে আব্দুস সালাম, ৪ আসনে রফিকুল ইসলাম, ৫ আসনে শরিফুল, ৬ আসনে মজিবুর রহমান, ৭ আসনে রেজাউল করিম ৮ আসনে আনারুল ইসলাম ও ৯ নং আসনে আব্দুর রহমান।