চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন ব্যাংকের শাখা উদ্বোধন

25

চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ৭৮তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক।
চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোজাম্মেল হক, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও রাজশাহী শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম।
আলোচনা সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক বলেন, চাঁপাইনবাবগঞ্জে অনেক ব্যাংকের শাখা আছে। আমরা আজকে ইউনিয়ন ব্যাংকের ৭৮তম শাখা চালু করতে যাচ্ছি। সর্বোচ্চ ভালোমানের সেবা প্রদানের চেষ্টা করব আমরা। আমাদের এই ব্যাংকের সকল শাখায় যুগের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক মানের সেবা প্রদান করা হয়ে থাকে। এখানেও সেটার ব্যতিক্রম ঘটবে না। তিনি বলেন, আমরা অত্যন্ত দ্রুতমানের সেবা প্রদান করে থাকি। যে কোনো সেবা ইন্টারনেটের মাধ্যমে দ্রুত সম্পন্ন করে থাকি। বিদেশী রেমিটেন্সসহ সকল সেবা এই ব্যাংকের মাধ্যমে আপনারা পাবেন। এই জেলায় ব্যাংকিং সেবার আধুনিক মান আপনারা দেখতে পাবেন। এ সময় তিনি ইউনিয়নে ব্যাংকে এসে মান যাচাই করে সেবা নেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, ব্যবসায়ী মো. আব্দুল গফুর, ভবন মালিক মো. মতিউর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চাঁপাইনবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. গোলাম সরওয়ার জাহান। এছাড়া জেলার বিভিন্ন ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু ও তার সহধর্মিণীসহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তীতে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
সবশেষে ব্যাংক ভবনের নিচতলায় এটিএম বুথেরও উদ্বোধন করা হয়।