চাঁপাইনবাবগঞ্জে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত

7

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে নতুন করে আরো ৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনের দেহে ডেঙ্গু জ্বর শনাক্ত হয়েছে।
নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলার চকবহরম এলাকার ১ জন, শিবগঞ্জ উপজেলার হরিনগরের ১ জন এবং নাচোল উপজেলার সোনাইচন্ডি গ্রামের ১ জন, রাজবাড়ী গ্রামের ১ জন ও উপজেলার অন্য এলাকার ১ জন রয়েছেন।
রবিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫২ জন এবং একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৩৩২ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ২৭৩ জন পুরুষ এবং ৫৯ জন নারী রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৫ জন, শিবগঞ্জে ৩ জন, ভোলাহাটে ২ জনসহ জেলায় মোট ২০ জন রোগী ভর্তি আছেন। ভর্তি থাকাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।