নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো করোনাভাইরাসের আরো ৩১ জনের পরীক্ষা রিপোর্ট সিভিল সার্জন অফিসে এসেছে। তারা সবাই করোনামুক্ত। তাদের মধ্যে প্রথম শনাক্ত হওয়া দুই ব্যক্তিও রয়েছে। তারা বাড়িতে থেকে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিয়ে করোনাকে জয় করেছেন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী শনিবার (১৬ মে) রাত সাড়ে ৮টায় জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে পরীক্ষার পর আজ রাতে আরো ৩১ জনের রেজাল্ট এসেছে। তারা সবাই নেগেটিভ। তাদের মধ্যে প্রথম শনাক্ত দুই ব্যক্তিও রয়েছে। ্এই দুইজনের তৃতীয়বারে মতো পরীক্ষা করা হয়। রবিবার (১৭ মে) আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেয়া হবে।
এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে শনিবার (১৬ মে) পর্যন্ত সর্বমোট নমুনা প্রেরণ করা হয় ১১৬৯ জনের। এর মধ্যে পেন্ডিং রয়েছে ৫৯৯; নিগেটিভ রেজাল্ট এসেছে ৫৫৪ জনের এবং পজিটিভ ১৬ জন। এই ১৬ জনের মধ্যে প্রথম শনাক্ত হওয়া দুইজন ইতোমধ্যে আরোগ্যলাভ করেছেন।