চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন হাসপাতালে আরো ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন, নাচোলে ১ জন ও গোমস্তাপুরে ৩ জন রোগী ভর্তি হয়েছে।
সবমিলিয়ে চাঁপাইনবাবগঞ্জে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ২০ জন। এর মধ্যে জেলা হাসপাতালে ১৬ জন, গোমস্তাপুরে ১ জন ও ভোলাহাটে ৩ জন। ভর্তি রোগীদের মধ্যে নারী ২ জন, শিশু ৩ জন ও পুরুষ ১৫ জন।
সোমবার গত ২৪ ঘণ্টার এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ। তিনি জানান, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলো। তাদের মধ্যে বর্তমানে ভর্তি আছে ২০ জন এবং অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।