চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনের কলাকৌশল বিষয়ক কর্মশালা

81

Pic 2 (Small)
“রপ্তাযোগ্য আম উৎপাদনের আধুনিক কলাকৌশল এবং আম ও আমজাত পণ্যের রপ্তানি সুযোগ বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় গতকাল বুধবার দিনব্যাপী এই কর্মশালা চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ম্যাংগো মার্চেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহ-সভাপতি আব্দুল হান্নান হানু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী নির্বাহী কমকর্তা কাজী আনিসুর রহমান খান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং প্রশিক্ষণ প্রদান করেন, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিন, ড. শরফ উদ্দিন ও সদর উপজেলা কৃষি অফিসার ড. এম. আজিজুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় মানব দেহের জন্য নিরাপদ রাসায়নিক মুক্ত আম চাষাবাদ পদ্ধতি, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধি করণের অঙ্গিকার ব্যক্ত করেন অশগ্রহণকারী আম চাষী ও আম ব্যবসায়িরা। বক্তারা বলেন-রাসায়নিকদ্রব্য ব্যবহারে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার এবং ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম উৎপাদনের উপর গুরুত্বারোপ করা হয়।