চাঁপাইনবাবগঞ্জে আমের রোগ ও পোকা দমনে বিচক্ষণ বালাইনাশক প্রয়োগ কৌশল শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন

139

gourbangla logo

চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে আমের রোগ ও পোকা দমনে বালাইনাশক প্রয়োগ কৌশল শীর্ষক  ৪ দিনের বিচক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহায়তায় উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড: হামিম রেজা, কৃষি কর্মকর্তা আতাউর রহমানসহ অন্যান্যরা। ৪ দিনের এ প্রশিক্ষণে সর্বমোট ৯০ জন আম চাষীকে  আমের রোগ ও পোকা দমনে বিচক্ষণ বালাইনাশক প্রয়োগ  কৌশল বিষয়ে  প্রশিক্ষণ প্রদান করা হয়। এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করার জন্য চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব আম গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড: হামিম রেজা পিকেএসএফ ও প্রয়াসকে ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, তারা যা শিখল তা যেন তাদের আশেপাশের আম চাষীদের জানায়। সেখানে উপস্থিত আমচাষীরা জানায়, তারা এখানে এসে অনেক কিছু জানতে পেরেছে যা তাদের জানা ছিলনা। তাদের প্রত্যাশা এই ধরণের প্রশিক্ষণের আয়োজন যেন আরো করা হয়।