চাঁপাইনবাবগঞ্জে আব্দুল হান্নান স্মরণে ডায়াবেটিক সমিতিতে দোয়া মাহফিল

9

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আব্দুল হান্নান মাস্টারের স্মরণে এবং সমিতির কোষাধ্যক্ষ ক্যান্সার আক্রান্ত বিশিষ্ট ব্যবসায়ী কামরুল আরেফিন বুলুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় সমিতির হলরুমে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতি এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেনÑ সমিতির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ, সমিতির পরিচালক ডা. দুররুল হোদা, সমিতির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সোলাইমান বিশু, সদস্য মনোয়ারুল ইসলাম ডালিম, সদস্য মেসবাহুল জাকেরসহ অন্যরা।
মোনাজাত পরিচালনা করেন জেলা পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের ইমাম মাওলানা মো. জয়নাল আবেদীন জিহাদি।