শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ২৮, ২০২৪ by

‘চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’Ñ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সচেতন নাগরিক কমিটি-সনাকের সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেনÑ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেনÑ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেশমা খাতুন।
অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা, জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ, সনাকের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা, বেসরকারি সংস্থা আরএসডিএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল ইসলাম বাবুসহ অন্যরা।
সূচনা বক্তব্য দেন সনাকের সভাপতি সেলিনা বেগম। জেলার সরকারি দপ্তরগুলোর ওয়েব পোর্টাল সম্পর্কিত সনাকের পর্যবেক্ষণ তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জে টিআইবির এরিয়া ম্যানেজার সফিকুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন সনাক সহসভাপতি গোলাম ফারুক মিথুন।
প্রধান অতিথির বক্তব্যে দেবেন্দ্র নাথ উরাঁও বলেন, সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করতে পারলে তরুণদের আত্মত্যাগের প্রকৃত মূল্য প্রদান করা হবে। তাই দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন অপরিহার্য। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের মাধ্যমে জনগণকে ক্ষমতায়িত করে সম্পৃক্ত করতে না পারলে উন্নয়ন টেকসই হবে না। তথ্য অধিকার আইনে স্বপ্রণোদিতভাবে তথ্য উন্মুক্ত করার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি সরকারি ও বেসরকারি পর্যায়ের সকল কর্মকর্তাকে স্ব স্ব কার্যালয়ের তথ্য স্বপ্রণোদিতভাবে জনগণের জন্য উন্মুক্ত করার জন্য অনুরোধ জানান। তিনি জেলা ওয়েবপোর্টালে যুক্ত সকল সরকারি দপ্তরের তথ্য হালনাগাদ করার জন্য দপ্তর প্রধানগণের প্রতি আহ্বান জানান। তথ্য চাওয়ার ক্ষেত্রে জনগণকেও সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান।
আলোচনা সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সনাক ও ইয়েস গ্রুপের সদস্য, টিআইবি কর্তকর্তারা অংশগ্রহণ করেন।

About The Author

শেয়ার করুন